মহাপরিচালক (গ্রেড ১)

কে.এম. তারিকুল ইসলাম
কে. এম. তারিকুল ইসলাম মহাপরিচালক (গ্রেড-১) ০১ জুন ২০২১ তারিখ এনজিও বিষয়ক ব্যুরোতে যোগদান করেন। এ পদে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
কে. এম. তারিকুল ইসলাম বিসিএস, নবম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯১ সনে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি বিভাগীয় কমিশনার, রংপুর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ঢাকা, জেলা প্রশাসক, বান্দরবান, অতিরিক্ত জেলা প্রশাসক, টাঙ্গাইল ও গোপালগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার, বালাগঞ্জ, সিলেট ও মধুখালী, ফরিদপুর এবং সহকারি কমিশনার (ভূমি), গোয়াইনঘাট, সিলেট, সহ মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি সহকারী কমিশনার পদে রাঙ্গামাটি, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলায় কর্মরত ছিলেন। বিভিন্ন অধিদপ্তর ও কর্তৃপক্ষের পরিচালক ও সদস্য পদে কাজ করার অভিজ্ঞতা তাঁর রয়েছে। তিনি দাপ্তরিক প্রশিক্ষণে ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, ইতালী, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা সফর করেন।
কে. এম. তারিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ হতে বি কম (অনার্স) ও এমকম (ব্যবস্থাপনা) ডিগ্রী অর্জন করেন। তিনি মুন্সীগঞ্জ জেলাধীন, সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবনে তিনি ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক।